আজকাল ওয়েবডেস্ক: খাবার খেতে গিয়েছিলেন। কেউ বন্ধুদের সঙ্গে, কেউ আত্মীয় পরিজনের সঙ্গে। তবে আনন্দের মাঝেই মুহূর্তে বদলে গেল সব। পড়ে রইল থালায় সাজানো পছন্দের খাবার। মুহূর্তে প্রাণ গেল বহু মানুষের। ঘটনায় আতঙ্ক, শোকের ছায়া এলাকায়।

ঘটনাস্থল উত্তর-পূর্ব লিয়াওনিং প্রদেশের রেস্তরাঁ। স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর, ভারতীয় সময় প্রায় সাড়ে বারোটা নাগাদ সেখানকার এক জনপ্রিয় রেস্তরাঁয় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রতিবেদন লেখার সময় পর্যন্ত, সর্বভারতীয় সংবাদ সংস্থা সূত্রে খবর, আগুনে ঝলসে মৃত্যু হয়েছে ২২ জনের। আহত একাধিক। 

চিনের রাষ্ট্রপতি শি জিনপিং এই ভয়াবহ অগ্নিকাণ্ডকে একটি শিক্ষা বলে উল্লেখ করছেন। যদিও স্থানীয় সংবাদ সংস্থা সূত্রে খবর, রেস্তরাঁয় অগ্নিকাণ্ডের সঠিক কারণ জানা যায়নি এখনও। 

এর আগে মার্চ মাসে চিনের উত্তরাঞ্চল প্রদেশে একটি রেস্তরাঁয় অগ্নিকাণ্ডে অন্তত ২৬ জনের মৃত্যু হয়েছিল। সেপ্টেম্বরে দক্ষিণ শেনজেনে একটি উঁচু ভবনে বিস্ফোরণে একজন নিহত হন। তার পরেই ফের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল রেস্তরাঁয়।